চাঁদপুর জেলার চেয়ারম্যান ঘাট জেলা প্রশাসকের কর্যালয় অবস্থিত ইহা জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলা বিশিষ্ট মূল ভবনের দ্বিতীয় তলায় পূর্ব দিকে ২০৩ রুম।
ক) লাইব্রেরী শাখায় সংরক্ষিত আইন , ধর্মীয় এবং অন্যান্য বই সমূহ চাহিবা মাত্র ইস্যু করা হয়।
খ) সংরক্ষিত গেজেট চাহিদা অনুযায়ী দেখানো হয়।
গ) লাইব্রেরীতে সংরক্ষিত ডি. এল আর এবং ল পিপোট চাহিদা অনুযায়ী ইস্যৃ করা হয়।
ঘ) লাইব্রেরী সংক্রার্ত বিভিন্টন আদেশ, নির্দেশ পত্র ইত্যাদি যথাযত ভাবে সংরক্ষন ও কার্যক্রম করা হয়।
ঙ) অত্রিফ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যাল সমূহে স্টেশনারী মালামালা সরবরাহ করা হয়।
১। যে সকল সেবা দেওয়া হয়
ক) লােইব্রেরী শাখায় সংরক্ষিত আইন , ধর্মীয় এবং অন্যান্য বই সর্মহ চাহিদামাত্র ইস্যু করা হয়।
খ) সংরক্ষিত গেজেট চাহিদা অনুযারয়ী দেখানো হয়।
গ) লাইব্রেরীতে সংরক্থিত ডি. এল. আর এবং ল রিপোট চাহিদা অনুযায়ী ইস্যু করা হয় ।
ঘ) লাইব্রেরী সংক্রান্ত ভিবিন্ন আদেশ , নির্দেশ পত্র ইত্যাদি যথাযত ভাবে সংরক্ষন ও কার্যক্রম গ্রহন করা হয়।
ঙ) অত্রফিসে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে স্টেশনারী মালামাল সরবরাহ করা হয় ।
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
মারুফা সুলতানা খান হীরামনি | 01620320666 |
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
রাশিদা বেগম |
এই শাখায় কোন প্রকল্প নেই ।
বিবিধ |