Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ শাখা
বিস্তারিত

সাধারণ শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। জেলার সকল সরকারি/বেসরকারী/আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভাগ/প্রতিষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে এ শাখার মাধ্যমে নানা কর্মকান্ডের বিষয়ে যোগাযোগ রÿা করে। এ ছাড়া এ শাখা থেকে জেলার সকল সরকারি/বেসরকারী/আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভাগ/প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম ও তথ্যাদি ঊর্ধ্বতন কর্তৃপÿ বরাবর প্রেরণ করা হয়।


নাগরিক সেবা

                                                                           “সিটিজেন চার্টার”

                                                                            সাধারণ শাখা

                                                                 জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।

1.       মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও এনজিও সংক্রামত্ম সভার কার্যাবলী।

2.      বিভিন্ন সরকারি, আধা-সরকারী প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠন, ইত্যাদি সমুহের অনির্ধারিত সভার কার্যাবলী।

3.      জেলা পর্যায়ে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অফিস সমূহের সাথে সমন্বয় কার্যক্রম পরিচালনা।

4.       জেলা প্রশাসনের এখতিয়ার বর্হিভূত, সকল মন্ত্রণালয়/আধা-সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন সেবা মূলক

           দাপ্তরিক কাজ সম্পাদন।

5.      বিভিন্ন মসজিদ/মন্দির/ ব্যক্তি/সরকারী/বেসরকারী সংগঠন ক্লাব এর অনুকূলে সরকারী ভাবে মঞ্জুরীকৃত প্রাপ্ত অনুদানের অর্থ প্রদান সংক্রামত্ম 

          কার্যাবলী।

6.      মুক্তিযোদ্ধা সংক্রামত্মঃ

             (ক) মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ও সংশোধনী (অভিযোগ) সংক্রান্ত কার্যাবলী।

             (খ) তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের গেজেট/তালিকাভূক্তিকরণ, সংশোধন কার্যাবলী।

            (গ) মুক্তিযোদ্ধাদের দাফন/কাফন এর সরকারী মঞ্জুরীকৃত টাকা ওয়ারিশদের প্রদান।

            (ঘ) মুক্তিযোদ্ধ ভবন কমপ্লেক্স/স্মৃতিফলক/ মুক্তিসৌধ ইত্যাদি কার্যাবলী।

 ৭.  জেলা হতে প্রকাশিত সকল সংবাদপত্র প্রকাশনা সংক্রামত্ম অনুমোদন/বাতিলসহ যাবতীয় তথ্যাবলী ও তদসংক্রামত্ম তথ্যাবলী   

      উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করণ।

৮.   সকল প্রিন্টিং প্রেস(ছাপাখানা) এর ডিক্লারেশন অনুমোদন ও বাতিলসহ যাবতীয় তথ্যাবলী উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ।

৯.   সংবাদপত্র ডিক্লারেশন এর সার্বিক কার্যক্রম।

১০. ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ঈদুল আযহা, ঈদুল ফেতর, দূর্গাপূজা, বৌদ্ধ পুর্ণিমা, বড়দিন ও অন্যান্য  

     ধর্মীয় উৎসবাদি, সপ্তাহ, পক্ষ মেলা ইত্যাদিসহ অন্যন্য জাতীয় ও আমত্মর্জাতিক দিবস উদযাপন সংক্রামত্ম কার্যাবলী।

১১. জেলায় কর্মরত সকল এনজিওদের কার্যাবলীর সার্বিক তদারকি/পর্যবেক্ষন সংক্রামত্ম কাজ এবং তাদের কার্যাবলী তথ্যাদি

     মন্ত্রণালয় প্রেরণের কার্যাবলী।

১২. মানাবাধিকার সংক্রামত্ম অসহায় দুস্থ নির্যাতিত মহিলা, এসিড দগ্ধ মহিলা ও আওতাভূক্ত সকল  কার্যাবলীর সেবা প্রদান কাজ।

১৩. হজ্জ সংক্রামত্ম যাবতীয় কার্যক্রম হজ্জে গমনেচছুকদের আবেদন/ হজ্জব্রত পালন সংক্রামত্ম যাচাই- বাছাই ও হজ্জ সংক্রামত্ম   

     পরামর্শ ইত্যাদি সহ যাবতীয় কাজ।

১৪. উপজাতীয়/ নৃতাত্ত্বিক জনগোষ্ঠি(পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) সংক্রামত্ম আদিবাসীদের সামাজিক উন্নয়নে  সরকারী অর্থ প্রদান ও

     অন্যন্য নীতি নির্ধারণী কার্যাবলী।

১৫. সরকারি/বেসরকারি শিক্ষা সংস্কৃতি/ খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা সংক্রামত্ম কার্যাবলী পর্যবেক্ষণ ও কর্তৃপক্ষ প্রতিনিধিত্ব  করার কার্যাবলী।

১৬. কেন্দ্রীয় পত্র প্রাপ্তি রেজিষ্টার সংরক্ষন এবং সকল শাখার চিঠিপত্র প্রেরণসহ ডাকটিকেট সংরক্ষন।

১৭. কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত সময় সময় বিভিন্ন কার্যাবলীর সেবামূলক কাজ।

১৮. অবিবাহিত সনদপত্র প্রদান সংক্রামত্ম।

১৯. উপজাতীয় সনদপত্র প্রদান সংক্রামত্ম।

২০. প্রতিবন্ধি সংক্রামত্ম সার্বিক কার্যক্রম।

২১. কৃষি পুর্নবাসন কার্যক্রম।

২২. মান সম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীর্তি বিরোধী কর্মসূচী বাসত্মবায়ন সংক্রামত্ম।

২৩. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রামত্ম সেমিনার আয়োজনক্রমে জনগনকে  উদ্বুদ্ধ করার সকল প্রকার কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

২৪. শিশু সদন ও মুখ বধির বিদ্যালয়ের তদারকি।

২৫. সিএস ডি/এলএস ডি খাদ্য গুদামের বার্ষিক প্রতিপাদনসহ শস্য ক্রয় সংক্রামত্ম বিষয়।

২৬. সরকারী কর্মচারী/কর্মচারীদের বাসা বরাদ্দ সংক্রামত্ম বিষয়াদি।

২৭. অডিট আপত্তি ও নিষ্পত্তির মাসিক/ষাম্মাষিক প্রতিবেদন সংস্থাপন মন্ত্রণালয়ে প্রেরণ।

২৮. চাঁদপুর জেলার মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসমূহ বাসত্মবায়নের অগ্রগতি সংক্রামত্ম

২৯. চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে মাননীয় জেলা প্রশাসকের দায়িত্ব পালন সংক্রামত্ম।

৩০. বর্তমান সরকারের দিন বদলের সনদ ভিশন-২১ এর সার্বিক কার্যক্রম গ্রহণ ও বাসত্মবায়ন।

৩১. জাতীয় পদক ও পুরষ্কার বিতরণ সংক্রামত্ম।

৩২. দক্ষ জনশক্তি ভিত গড়ে তোলার কার্যক্রম মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধী কর্মসূচী বাসত্মবায়ন মাসিক প্রতিবেদন।

৩৩. জাতীয় পুষ্টি ব্যাবস্থাপনা জেলা কামিটির সভাপতি হিসেবে মাননীয় জেলা প্রশাসকের দায়িত্ব পালন সংক্রামত্ম।

৩৪. বন ও পরিবেশ জেলা কমিটির সভাপতি হিসেবে মাননীয় জেলা প্রশাসকের দায়িত্ব পালন সংক্রামত্ম।

৩৫. খাদ্য বিভাগের ওএমএস কার্যক্রম পরিচালনা সংক্রামত্ম।


চলতি প্রকল্পসমূহ

এ শাখার অধীনে কোন প্রকল্প বাস্তবায়ন করা হয় না।


কার্যক্রম

মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা ও মাসিক এনজিও সমন্বয় সভা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠান এবং কার্যবিবরণী প্রস্তুতকরণ; ছাপাখানা ও সংবাদপত্র প্রকাশনা সংক্রান্ত কর্মকান্ড; মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় কর্মকান্ড; জেলার উন্নয়ন কর্মকান্ডের প্রতিবেদন তৈরী; এনজিওসমূহের কর্মকান্ড পর্যবেÿণ ও নিয়ন্ত্রণ; রাজস্ব শাখা ও স্থানীয় সরকার শাখা ব্যতিত কালেক্টরেটের সকল শাখার দৈনিক চিঠিপত্র ডাকে প্রেরণসহ জেলা প্রশাসকের এখতিয়ারাধীন যে সকল কর্মকান্ড জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য শাখাসমূহের কার্যক্রমের সাথে সঙ্গতিপূর্ণ না হয় সে সব কর্মকান্ড এ শাখা থেকে সম্পাদন করা হয়।


যোগাযোগ
কক্ষ নং-২০৫, ইন্টারকম-৮২১, ফোনঃ ০৮৪১৬৩০৭৪ E-mail- acgeneralchandpur@gmail.com
ছবি
www.chandpur.gov.bd/dcoffice_section/9c278187_2149_11e7_8f57_286ed488c766/orga1.jpg
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা