Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নাগরিক সেবা কেন্দ্র (ফ্রন্ট ডেক্স)
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এ প্রথম তলায় নাগরিক সেবা (ফ্রন্ট ডেক্স) কেন্দ্রটি অবস্থিত। জেলা প্রশাসকের কার্যালয় স্থাপিত নাগরিক সেবা কেন্দ্র (ফ্রন্ট ডেক্স) থেকে  নাগরিক সেবা প্রদান করা হয় জনগণের জন্য ।


নাগরিক সেবা

জেলা প্রশাসকের কার্যালয় স্থাপিত নাগরিক সেবা কেন্দ্রের (ফ্রন্ট ডেক্স) থেকে জনগনের জন্য সেবা সমূহ

১. জেলা প্রশাসকর কার্যলয়, চাঁদপুর  এ একটি ফ্রন্ট ডেক্স স্থাপনা করা হয়েছে যা “নাগরিক সেবা কেন্দ্র” নামে অবিহিত।

২. না্গরিক সেবা কেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত।

৩. নাগরিক সেবা কেন্দ্র থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল শাখার কার্যাবলী এবং কোন শাখার কোন কোন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন তা জানা যাবে।

৪. কোন শাখা থেকে কোন ধরনের সেবা পাওয়া যায় তা জানা যাবে।

৫. এ সেবা কেন্দ্রের সামনে একটি অভিযোগ বাক্স সংরক্ষিত আছে।

৬. অভিযোগ বাক্সে যে কোন বিষয়ে অভিযো্গ জমা দেওয়া যাবে ।

৭. অভিযোগপত্রে অভিযোগকারীর পূর্ননাম ও পূর্নাঙ্গ ঠিকানা থাকতে হবে।

৮. এ সেবা কেন্দ্র হতে আন্তরিকতার সহিত সেবা প্রদান করা হয়।

৯. এ সেবা কেন্দ্র হতে জেলার সকল নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের এবং এ অফিসের সকল শাখার টৈলিফোন নম্বর, ইন্টারকম ই-মেইল ঠিকানা যানা যবে।

১০. সরকারী ছুটির দিন ব্যতীত নাগরিক সেবা কেন্দ্র সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।

১১. এ সেবা কেন্দ্র থেকে সাধারন বিষয়ে এর মাধ্যমে জনসাধারনের সেবা নিশ্চিত করা হয়।

১২. যে বিষয়ে ফ্রন্ট ডেক্স থেকে সেবা প্রদান সম্ভব হবেনা সে বিষয়ে ও প্রযোজনীয় পরামর্শ পাওয়া যাবে এবং সেবাটি ভিন্ন  সংস্থার আওতাধীন হলেও  সে বিভাগকে সেবা নিশ্চিত করার জন্য প্রযোজনে অনুরোধ করা হবে।


চলতি প্রকল্পসমূহ

 কোন প্রকল্প নেই


কার্যক্রম

দাপ্তরিক, নাগরিক ও নকলের আবেদন গ্রহন করা।


যোগাযোগ
ফোন: ০৮৪১-৬৩০৭৯
ছবি
www.chandpur.gov.bd/dcoffice_section/ab33709f_2149_11e7_8f57_286ed488c766/orga1_8.jpg
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা