Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের জীবনবৃত্তান্ত

জনাব কামরুল হাসান ০১/০৬/২০২২ তারিখ চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮০ সালের ০৩ আগস্ট বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। এ জেলায় যোগদানের পূর্বে তিনি মন্ত্রীর একান্ত সচিব হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ছাত্র জীবন থেকে তিনি অত্যান্ত মেধাবী ছিলেন। তিনি কাশীপুর উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে ১ম বিভাগে এস.এস.সি পাশ করেন। ১৯৯৭ সালে সরকারি হাতেম আলী কলেজ হতে ১ম বিভাগে এইচ.এস.সি পাস করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রানিবিদ্যা বিভাগে প্রথম শ্রেনীতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৫ সালে বি.সি.এস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। প্রশাসন ক্যাডারে যোগদানের পর থেকে তিনি অত্যান্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা ও ভোলা জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে আমলী আদালত ও মোবাইল কোর্ট পরিচালনাসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন প্রশাসনে কাজ করার বাস্তব দক্ষতা অর্জন করেন। বালিয়াকান্দি উপজেলায় কর্মরত থাকাকালে তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় দুইবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন। পরবর্তীতে বিয়াম ফাউন্ডেশন ঢাকায় কর্মরত ছিলেন।অত:পর প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং অব্যবহিত পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এ কাজ করেছেন। বাংলাদেশের যে এলাকায় তিনি কাজ করেছেন সেই এলাকার জন-মানুষের মনে তিনি সততা ও উদার মানবিকবোধ সম্পন্ন প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তিনি দেশে ও দেশের বাইরে বুনিয়াদী, আইন ও প্রশাসন প্রশিক্ষণসহ প্রকল্প ব্যবস্থাপনা, ক্রয় ব্যবস্থাপনা, আইটি এন্ড ই-গভর্নেন্স বিষয়ে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত। তিনি দাপ্তরিক কাজে  ফ্রান্স, কানাডা, হাঙ্গেরী, অস্ট্রিয়া, জার্মানী, অস্ট্রেলিয়া, আমেরিকা, সুইজারল্যান্ড ও ভারত সফর করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী একজন গৃহিনী। তিনি তিন সন্তানের জনক।