ইলিশ হাজার বছরের বাঙালি সংস্কৃতির এক অপরিহার্য অনুষঙ্গ। ইলিশের বাড়ি চাঁদপুরের সকল মানুষের সাথে ইলিশের সম্পর্ক, যোগাযোগ ও ভালোবাসা তাই পুরোটাই আত্মিক। চাঁদপুরবাসী আবহমান কাল ধরে নিখাদ নিজস্বতায় তাদের প্রাত্যহিকতা কিংবা সকল গৌরব গাঁথায় এ ভালোবাসা ধারণ, লালন ও প্রকাশ করে আসছে।
ইলিশ বর্তমানে ব্র্যান্ডিং এর বদৌলতে শুধু আহার ও আহরণে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে সাহিত্যের এক অমূল্য ও শক্তিশালী উপাদান। জেলা ব্র্যান্ডিংকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে ইলিশও যে সাহিত্যের আলাদা শাখা হতে পারে তার প্রমাণ ও সুযোগ তৈরি করে দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। আর এ ভিন্নধর্মী ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত মাথায় রেখে চাঁদপুর জেলা প্রশাসক জনাব মো: আব্দুস সবুর মন্ডল, পিএএ এর পৃষ্ঠপোষকতা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সম্পাদনায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে আসছে "কল্পে গল্পে ইলিশ" নামক এক দুর্লভ ও শক্তিশালী ইলিশ সাহিত্য সংকলন। ইলিশ নিয়ে বিচ্ছিন্ন সাহিত্যকর্মকে পূর্ণতা দানের জন্য সৃষ্ট এ নতুন মঞ্চ বা প্রপঞ্চ নিঃসন্দেহে জেলা ব্র্যান্ডিংকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি "ইলিশ সাহিত্য" নামে নতুন দিগন্তের সূচনা করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস