Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ট্রেজারী শাখা
Details

ট্রেজারী শাখা ঃ

ইহা জেলা প্রশাসকের কার্যালয়ের  মেইন ভবনের  দক্ষিন দিকে  নিচতলায় 123 নং রুমে অবস্থিত।


Citizen Service

 

সিটিজেন চার্টার

 

১। পোষ্টাল , রেভিনিউ , পোষ্টেজ ষ্ট্যাম্প, স্বারক ডাক টিকেট, ইনভেলাপ ও পোষ্টকার্ড

                  প্রতি সোমবার (প্রয়োজনে) চাঁদপুর জেলা পোষ্ট মাষ্টার কর্তৃক চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে ট্রেজারী শাখায় টাকা জমা   

                  দেয়া হয়। টাকা জমা দেয়ার পরের দিন ব্যাংক থেকে চালানের মূলে কপিসহ স্ক্রল পাওয়া যায়। অতঃপর স্ক্রুলের সাথে যথাযথ 

                  যাচাই বাছাই শেষে সঠিক পাওয়া গেলে ট্রেজারীর ডবল লক রেজিষ্টারে লিপিবদ্ধ কতরঃ ডবল লক হতে স্ট্যাম্প বাহির করিয়া

                  যথাক্রমে মঙ্গলবার সংশ্লিষ্টদের মধ্যে জমাকৃত টাকার স্ট্যাম্প সরবরাহ করা হয়।

                

 2) নন-জুডিশিয়াল স্ট্যাম্পঃ

2.1) নন জুডিশিয়াল স্ট্যাম্সঃ

        (ক) প্রতি সোমবার লাইসেন্স ধারী ভেন্ডারগণ কর্তৃক চালানের মাধ্যমে সোনালী ব্যাংক ট্রেজারী শাখায় সরকার কর্তৃক ঘোষিত নিদিষ্ট কোডে টাকা জমা দেয়া হয়। টাকা জমা দেয়ার পরের দিন যথাক্রেমে ব্যাংক হতে চালানের মূলকপিসহ স্ক্রুল পাওয়ার পর যথাযথ যািচাই-বাছাইয়ে সঠিক পাওয়া গেলে ট্রেজারী ডবল লক রেজিস্টারে লিপিবদ্ধ করতঃ ডবল লক হইতে স্ট্যাম্স বাহির করিয়া সংশ্লিস্ট ভেন্ডারদের মধ্যে যথাক্রমে মঙ্গলবার ও বৃহঃস্পতি বিতরন করা হয়।

2.2) জুডিশিয়াল স্ট্যাম্পঃ

খ)         প্রতি সোমবার সংশ্লিস্ট ভেণ্ডার/প্রতিষ্ঠান কর্তৃক চালানের মাধ্যমে সোনালী ব্যাংক ট্রেজারী শাখায় টাকা জমা দেয়া হয়। টাকা জমা দেয়ার পরের দিন ব্যাংক হতে চালানের মূল কপিসহ স্ক্রুল পাওয়া যায়। স্ক্রুল এর সাথে যথাযথ যাচাই-বাছাইয়ের সঠিক পাওয়া গেলে ট্রেজারীর ডবল লক রেজিস্টারে লিপিবিদ্ধ করতঃ ডবল লক হতে স্ট্যাম্প বাহির করিয়া যথারীতি মঙ্গলবার সংশ্লিস্টদের মধ্যে স্ট্যাম্প সরবরাহ করা হয়।

 

3) পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও সরবরাহঃ

খ)              যথাসময়ে সংশ্লিস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস থেকে ম্যাজিস্ট্রেট ও পাশ্বেল যোগে প্রাপ্ত পরীক্ষার গোপনীয় কাগজপত্র ট্রেজারীর ডবল থেকে সংরক্ষন করা হয়। অতঃপর পরীক্ষার রুটিন অনুয়াযী প্রতিদিন যথাসময়ে স্ব স্ব পরীক্ষার প্রশ্ন স্ব স্ব পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষের বরাবরে সরবরাহ করা হয়।

 

4) বিদেশ থেকে আসা আমমোক্তানামায় বিশেষ আঠাল স্ট্যাম্প লাগিয়ে তা বাতিল ও কর্তৃপক্ষের স্বাক্ষরপূর্বক সরবরাহের ব্যবস্থা করা হয়।

 

5) ভেন্ডারগনের বিক্রয় খাতা ইস্যু, জমা ও জমা নিয়ে সংরক্ষনের ব্যবস্থা করা হয়।

 

6) স্ট্যাম্প রিফান্ড শাখা হতে রিফান্ড সংক্রান্ত চাহিদা তথ্যাদি প্রেরণের ব্যবস্থা হয়।

 

7) ইহা ছাড়াও জেলা প্রশাসক মহোদয়ের আদেশক্রমে অন্যান্য মূল্যবান সামগ্রী ট্রেজারীতে সংরক্ষন করা হয়।


Current Project

 

ট্রেজারী শাখায় কোন প্রকল্প নাই।


Duties

 

ট্রেজারী শাখা কর্তৃক যে সমস্ত সেবা মূলক কার্যক্রম গ্রহন করা হয়

ট্রেজারী শাখাঃ

1।(ক) স্ট্যাম্প কন্ট্রোলার অফিস, ঢাকা হতে স্ট্যাম্প প্রাপ্তির পর এ শাখার সপ্তাহে সোমবার জুডিশিয়াল, নন-জুডিশিয়াল, বিশেষ আঠাল, পোষ্টাল ও সার্ভিস এবং অন্যান্য স্ট্যাম্পস এর চালান পাশ করা হয়।

   (খ) লাইসেন্স প্রাপ্ত স্ট্যাম্প ভেন্ডারগনের দাখিলকৃত নন-জুডিশিয়াল এবং কোর্ট ফি ও কপি স্ট্যাম্পস এর চালান পাশ করা হয়।

   (গ) কোর্ট ফি, বিশেষ আঠাল স্ট্যাম্প এর চালান যথাযথ ব্যাক্তি/প্রতিষ্ঠান কর্তৃক দাখিল করতে পারেন।

   (ঘ) পোষ্টাল স্ট্যাম্পস, রাজস্ব স্ট্যাম্পস, বিড়ি ব্যান্ডরোল, ইনভেলাপ, পোষ্টকার্ড ও বেতার লাইসেন্স স্ট্যাম্প এর চালান পোষ্ট অফিস কর্তৃক দাখিল করতে হয়।

   (ঙ) সরকারী ডাক টিকেট (সার্ভিস স্ট্যাম্প) এর চালান সরকারী আধা-সরকারী অফিস কর্তৃক দাখিল করতে হয়।

2। পাশকৃত চালানে বর্নিত টাকা পাশের তারিখে সোনালী ব্যাংক, চাঁদপুর শাখায় চালান দাতা কর্তৃক জমা দিতে হয়।

3। অতঃপর ব্যাংক হতে স্ক্রল পাওয়ার পর তাহা পরীক্ষাক্রমে সোমবার পাশকৃত ও জমাকৃত টাকার স্ট্যাস্পস বৃহঃস্পতিবার টাকা জমাদানকারীকে সরবরাহ করা হয়।

      উল্লেখ্য যে, নির্ধারিত চালানের তারিখে সরকারী ছুটি থাকিলে ছুটির দিন চালান পাশ করা কিংবা স্ট্যাম্প সরবরাহ করা হয় না।

4। নিয়ন্তক, বাংলা স্টেশনারী অফিস, ঢাকা হতে কার্টিজ পেপার পাওয়ার পর লাইসেন্স প্রাপ্ত স্ট্যাম্প ভেন্ডারগনের দাখিলকৃত কার্টিজ পেপার এর চালান পাশ করা হয়।

5। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অত্র ট্রেজারীতে গোপনিয় কাগজপত্র/ মালামাল সংরক্ষন ও  সরবরাহ করা হয়।


Contact
কক্ষ নংঃ১২৩ টেলিফোনঃ ০৮৪১ ৬৩০০৬ ইন্টারকমঃ৮২৬
Acting Officer