১। অফিসের নাম ঃ বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা।
২। অফিস পরিচিতি ঃ একটি স্বায়ত্বশাসিত অরাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ স্কাউটস এর জেলা শাখা।
৩। কি সেবা পাবেন ঃ জেলার প্রাথমিক বিদ্যালয় সমূহ, উচ্চ বিদ্যালয়, সমমানের মাদ্রাসার ছাত্র/ ছাত্রীদের আদর্শবান দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণ আয়োজন, সরকারি বিভিন্ন দিবস ও সামাজিক কর্মকান্ড সমূহ আয়োজনে সহযোগিতা করা, বার্ষিক স্কাউট ফি আদায় ও স্কাউট কর্মকান্ডে ব্যয় নিশ্চিত করা। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন নিশ্চিত করা এবং পরিচালনায় সহযোগিতা করা।
৫। সাংগঠনিক কাঠামো ঃ ৫১ সদস্য বিশিষ্ট ০৩ বছরের জন্য নির্বাচিত কমিটি। ক) সভাপতিঃ জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর । খ) কমিশনার- জনাব সামছুল আমিন, সাবেক প্রধান শিক্ষক, মুন্সীরহাট জে এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ চাঁদপুর। গ) সম্পাদক- জনাব অজয় ভৌমিক। ৪। জনাব মোঃ ফিরোজ আহমেদ, সহকারি পচিালক, চাঁদপুর।
৬। কর্মকর্তা ঃ জনাব মোঃ ফিরোজ আহমেদ, সহকারি পরিচালক, বাংলাদেশ স্কাউটস।মোবাইলঃ ০১৯২৫৪৮১৭২৮
৭। কর্মচারী ঃ ০২(দুই) জন।
৮। যোগাযোগ ঃ জেলা স্কাউট ভবন, কদমতলা রোড, নতুন বাজার, চাঁদপুর।
কর্মচারীর নাম ঃ মোঃ হাসিব খান, অফিস সহকারী, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা। মোবাইলঃ ০১৮৫৬৪৬৭৫৭১।
ই মেইল ঠিকানা ঃ chandpurdistrictscousts@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS