Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ভূমি অধিগ্রহণ শাখা
Details

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর ৩ তলা বিশিষ্ট মূল ভবনের ৩য় তলায় সিড়ির পশ্চিম পার্শ্বে শাখাটি অবস্থিত। কক্ষ নং-৩০৬


Citizen Service

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বিতরণ:

১. অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ গ্রহণের আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হয়।

        ক. আবেদনপত্র - ১টি,

        খ. সদ্যতোলা পসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত ছবি,

        গ. জতীয়তা সনদপত্র,

        ঘ. এস এ খতিয়ান,

        ঙ. বি এস খতিয়ান,

        চ. নামজারী ও কমাখারিজ এর খতিয়ান,

        ছ. বাংলা হাল সনের খাজনার দাখিলা,

        জ. ওয়ারিশ সনদ পত্র(প্রযোজ্য ক্ষেত্রে)।

২. স্থাবর সম্পত্তি অধিগ্রহণের অধ্যাদেশ এর ৭(৩) ধারার বিধানমতে নির্ধারিত ফরমে ক্ষতিপূরনের আর্থ বিতরনণ কি কি কাগজপত্র প্রয়োজন তা উল্লখ সহ এওয়ার্ড ভুক্ত ব্যক্তিকে তারিখ নির্ধারন করে নটিশ প্রদান করা হয়।

৩. ক্ষতিপূরন বিতরণে নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করা হয়:

        ক. ক্ষতিপূরন টাকা এল এ চেক এর মাধ্যমে প্রাপকের নামে দেয়া হয় এবং পূর্বে অবহিত করে যথাসম্বব প্রকল্প এলাকায় চেক বিতরণ করা হয়।

        খ. এল এ চেক গ্রহণকারীকে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অংগিকার নামা দিতে হয়(প্রযোজ্য ক্ষেত্রে )।

        গ. স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন/সদস্য/ওয়ার্ড কমিশনার/ গণ্যমান্য ব্যক্তি কর্তৃক ক্ষতিপুরণ প্রাপককে সনাক্ত করতে হয়।

        ঘ. আবেদনকারী এওয়ার্ডভূক্ত মালিক ব্যাতিত অন্য কেহ ক্ষতিপুরনের টাকা দাবী করলে মালিকানা সাব্যস্তের লক্ষে মিস কেস রুজু করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সদ্ধান্তের ভিত্তিতে উপর্যুক্ত মালিককে ক্ষতিপুরণ দেওয়া হয়।

        ঙ. কোন মালিক নির্ধারিত ক্ষতিপুরণে পর্যাপ্ততা সম্পর্কে সন্তুষ্ট না হলে আপত্তি সহকারে ক্ষতিপুরণ গ্রহণ করতে পারেন।

        চ. অধিগ্রহনর্কত জমির মালিকানা নিয়ে যদি কোন বরোধ বা বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন থাকে সেই ক্ষেত্রে ভূমির ক্ষতিপুরণ এর অর্থ প্রজাতন্ত্রের সরকারী হিসাবভুক্ত জমা হিসাব খাতে গচ্ছিত রাখা হয়।

        ছ. প্রাপ্য ক্ষতিপুরণ অপেক্ষা অধিক অর্থ কাহাকেও প্রদান করলে কিংবা সঠিক মালিক ব্যতিত অন্য কাহাকেও দেয়া হলে উক্ত অর্থ সরকারী দাবী হিসাবে আদায়যোগ্য হবে।

      

৪. অধীগ্রহণকৃত ভূমির মালিকানা কিংবা ক্ষতাপূরণ বিতরণে কোন আপত্তি পাওয়া গেলে উক্ত বিষয়ে এলএও কর্তৃক সিদ্ধান্ত প্রদান করা হয়।

 

সন্ধান জানিবার আবেদন

 

১. আবেদনকারী/আবেদনকারীগণ কোন এল এ নথীর সন্ধান জানতে চাইলে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

২. আবেদন প্রাপ্তীর পর সংশ্লিষ্ট এল এ নথী যাচাই বাঁছাই করে আবেদনকারীর অনূকুলে নকল সরবরাহ করা হয়।


Current Project

ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রক্রিয়াধীন বিভিন্ন প্রকল্প (১৯৮২ সনের ভূমি অধিগ্রহণ আইনের আওতায়)


Duties

ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল।


Contact
কক্ষ নং-৩০৬, ফোন: ০৮৪১-৬৩৭৮২, মোবাইল: ০১৭৩০০৬৭০৫৭
Image
www.chandpur.gov.bd/dcoffice_section/9c2796f2_2149_11e7_8f57_286ed488c766/LA.png
Acting Officer