জেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর ৩য় তলায় পূর্ব পাশে ৩০১ নং কক্ষ।
০১। জনসাধারণকে অর্পিত সম্পত্তির বিষয়ে সকল ধরণে পরিপত্র এবং বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
০২। অর্পিত সম্পত্তির নামজারী ও জমাখারিজ সংক্রান্ত কার্যক্রমে উপদেশ ও পরামর্শ দেয়া হয়।
০৩। লীজমানি আদায়ে উৎসাহ প্রদান
০৪। লীজমানি আদায়ে আরো উদ্যোগ গ্রগণে আগ্রহ সৃষ্টির মনোভাব বৃদ্ধি করা ।
আপাতত কোন প্রকল্প নেই।
০১। ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির লীজমানি আদায় এবং সংশ্লিষ্ট খাতে জমা প্রদান।
০২। পরিত্যক্ত সম্পত্তির হিসাব বিবরণী সংরক্ষণ।
০৩। অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ ট্রাইব্যুনালে চলমান মামলা সংক্রান্ত।
০৪। অর্পিত সম্পত্তির প্রত্যর্পন ট্রাইব্যুনালে আপীল মামলা দায়ের
০৫। পরিত্যক্ত সম্পত্তি ভূমি উন্নয়ন কর আদায়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS