রেকর্ড রুমঃ-জেলার চেয়ারম্যান ঘাট জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত ।
চাঁদপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় দক্ষিন পাশে 101 নম্বর রুম ।
সেবার নাম
১। ছাপা খতিয়ান জরিপ খতিয়ান, তৌজি পট্টা, সম্প্িতত বন্টনের নকল, স্থায়ী অধিগ্রহন সম্পত্তির নকল
প্রয়াজনীয় নিয়মাবলী :
জরুরী প্রপ্তির ক্ষেত্রে ১৬/- মূল্যমানের কোট ফি সহ আবদেন সাধারন ক্ষেত্রে 8/- মূল্যমানের কোর্ট ফি সহ আবদেন
প্রদানের সময় সীমা :
জরুরী ক্ষেত্রে দরখাস্ত দাখিলের ০৩ দিন পর এবং সাধারন ক্ষেত্রে দরখাস্ত দাখিলের০৭ দিন পর।
অিভযোগ :
ভারপাপ্ত কর্মকর্তা রেকর্ড রুম শাখা
২। উপজেলা ভুমি অফিস থেকে চাহিত নামজারী মামলা , নামজারী পর্চা,
৩। পূর্ববর্তী সময়ে সম্পন্ন মামলা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটর আদালতে নিষ্পন্ন মামলার নকল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর
(রেকর্ডরম্নম শাখা)
সিটিজেন চার্টার
· সকল প্রকার খতিয়ানের জাবেদা নকল সরবরাহ করা হয়।
· সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার সকাল ৯.০০ টা হতে দুপুর ১২.০০টা পর্যমত্ম খতিয়ানের আবেদন গ্রহণ করা হয়। আবেদনের সাথে ২০/- মূল্যমানের কোট ফি সংযোজন করতে হয়।
· আবেদন দাখিলের ০৪(চার) কর্মদিবসের মধ্যে খতিয়ান সরবরাহ সরবরাহ করা হয়।
· সিআরপিসি সকল মামলার নকল সরবরাহ করা হয়।
· সকল প্রকার মৌজা ম্যাপ (মজুদ সাপেÿÿ) গ্রাহকদের চাহিদা মোতাবেক আবেদন সাপেÿÿ সরবরাহ করা হয়।
· প্রতিটি মৌজা ম্যাপের সরকারী মুল্য ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা অর্থনৈতিক কোড নং-১-৪৬৩৭-০০০১-১২২১ খাতে চালানের মাধ্যমে সোনালী ব্যাংক, ট্রেজারী শাখায় জমা প্রদান পূর্বক চালানের কপি প্রাপ্তি সাপেÿÿ ম্যাপ সরবরাহ করা হয়।
এই শাখায় বর্তমানে কোন প্রকল্প নাই।
এই শাখা থেকে খতিয়ান আর এস, সিএস, বিএস, ম্যাপ সরবরাহ করা হয় ................
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS