Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ফরমস ও স্টেশনারী শাখা
Details

 চাঁদপুর জেলার চেয়ারম্যান ঘাট জেলা প্রশাসকের কর্যালয় অবস্থিত  ইহা জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলা বিশিষ্ট মূল ভবনের  দ্বিতীয় তলায় পূর্ব দিকে  ২০৩ রুম।


Citizen Service

১।  যে সকল সেবা দেওয়া হয়

ক) লােইব্রেরী শাখায় সংরক্ষিত আইন , ধর্মীয় এবং অন্যান্য বই সর্মহ চাহিদামাত্র ইস্যু করা হয়।

খ) সংরক্ষিত গেজেট চাহিদা অনুযারয়ী দেখানো হয়।

গ) লাইব্রেরীতে সংরক্থিত ডি. এল. আর এবং ল রিপোট চাহিদা অনুযায়ী ইস্যু করা হয় ।

ঘ) লাইব্রেরী সংক্রান্ত ভিবিন্ন আদেশ , নির্দেশ পত্র ইত্যাদি যথাযত ভাবে সংরক্ষন ও কার্যক্রম গ্রহন করা হয়।

ঙ) অত্রফিসে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে স্টেশনারী মালামাল সরবরাহ করা হয় ।


Current Project

এই শাখায় কোন প্রকল্প নেই ।


Duties

ক) লাইব্রেরী শাখায় সংরক্ষিত আইন , ধর্মীয় এবং অন্যান্য বই সমূহ চাহিবা মাত্র ইস্যু করা হয়।

খ) সংরক্ষিত গেজেট চাহিদা অনুযায়ী দেখানো হয়।

গ) লাইব্রেরীতে সংরক্ষিত ডি. এল আর এবং ল পিপোট চাহিদা অনুযায়ী ইস্যৃ করা হয়।

ঘ) লাইব্রেরী সংক্রার্ত বিভিন্টন আদেশ, নির্দেশ পত্র ইত্যাদি যথাযত ভাবে সংরক্ষন ও কার্যক্রম করা হয়।

ঙ) অত্রিফ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যাল সমূহে স্টেশনারী মালামালা সরবরাহ করা হয়।


Contact
কক্ষ নং-২০৫, ইন্টারকম-৮২১, ফোনঃ ০৮৪১৬৩০৭৪
Image
www.chandpur.gov.bd/dcoffice_section/9c277b10_2149_11e7_8f57_286ed488c766/orga1_5.jpg
Section Forms
Staffs
Acting Officer