Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আইসিটি
Details

 

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর  এর দ্বিতীয় তলায়  ২০৭ নম্বর কক্ষে অবস্তিত


Citizen Service

সিটিজেন চার্টার(আইসিটি শাখা)

১। জেলা ই-সেবা সিস্টেম পরিচালনা

২। জাতীয় ই-সেবা সিস্টেম পরিচালনা

৩। জেলা প্রশাসকের কার্যালয়ে ল্যান বাস্তবায়ন

৪। জেলা, উপজেলা ও ইউনিয়নের ওয়েব পোর্টাল পরিচালনা

৫। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভিডিও কনফারেন্স পরিচালনা।

৬। জেলা প্রশাসন ও অন্যান্য মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রকার প্রশিক্ষন পরিচালনায় সহায়তা।

৭। জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার এর কারিগরি ও সফটওয়্যারগত সমস্যা দূরীকরণ।

8। ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন।

9। জেলা ইনোভেশন টিমের কার্যক্রম পরিচালনা।

10। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র(ইউ.আই.এস.সি) হতে ই-সেবা গ্রহণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধকরণ এবং ইউ.আই.এস.সি উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।

11। DICTC  এবং UICTC এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হতে জনসাধারণকে ই-সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

12। LAN নেটওয়ার্কিং এর মাধ্যমে এ কার্যালয়ের সকল শাখা হতে জনসাধারণকে ই-সেবা প্রদানে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

13। Front Desk এর মাধ্যমে জনসাধারেণকে One Stop Service প্রদান।

14। বিভিন্ন শাখার  ‘সিটিজেন চার্টার’ জনসাধারণকে অবহিতকরণ এবং জনসাধারণকে প্রয়োজনীয় সেবা প্রগণে সহায়তা প্রদান।

15। কর্মকর্তা ও কর্মচারীদের আই.সি.টি সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।

16। আই.সি.টি সংশ্লিষ্ট সরকারী নির্দেশনা বাস্তবায়ন।

17। এ কার্যালয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এবং পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান।


Current Project

0


Duties

0


Acting Officer