জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর ৩ তলা বিশিষ্ট মূল ভবনের ৩য় তলায় সিড়ির পশ্চিম পার্শ্বে শাখাটি অবস্থিত। কক্ষ নং-৩১০
১. রাজস্ব মামলা সংক্রান্ত কার্যক্রম,
২. দেওয়ানী মামলা সংক্রান্ত কার্যক্রম,
৩. ভেন্ডার লাইসেন্স আবেদনকারীর নামে প্রদাণ ও নবায়ন করা,
৪. পাওয়ার অফ এ্যটর্ণি সংক্রান্ত কার্যক্রম,
৫. বিনিময় মামলা সংক্রান্ত কার্যক্রম।
0
১. নামজারী ও জমাখারিজ আপীল মামলাসমূহ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কর্তৃক শুনানীর পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা,
২. দেওয়ানী মামলার আর্জির কপি সমূহ সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) দের নিকটহতে প্রতিবেদন গ্রহণের পর সরকারের পক্ষে বিজ্ঞ জিপি কর্তৃক জবাবপ্রস্তুতক্রমে জবাব দাখিল করার ব্যবস্থা করা
৩. ভেন্ডার লাইসেন্স আবেদনকারীর নামে প্রদান ও নবায়ন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS