Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্থানীয় সরকার শাখা
Details

রুম নং-২০৩, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা, চাঁদপুর।


Citizen Service

নাগিক সেবা বা সিটিজন চাটার

 

জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখার কর্মপরিকল্পনা (সিটিজেন চার্টার)

 

 

০১।

ইউপি সচিবগণের মাসিক বেতন ভাতা প্রদান।

০১-০৬ তারিখের মধ্যে পরিশোধ করা হয়।

 

 

০২।

চেয়ারম্যান /সদস্য/দফাদার-মহল্লাদারদের সরকারি

অংশের সম্মানী ও বেতন ভাতাদি প্রদান।

চেকের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারগণের বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

 

০৩।

অবসর প্রাপ্ত ইউপিসচিবগণের আনুতোষিক প্রদান।

অবসর প্রস্তুতিমূলক ছুটি শেষ হওয়ার পর পরই পরিশোধ করা হয়।

 

০৪।

ইউনিয়ন পরিষদের কর ধার্য তালিকা অনুমোদন।

প্রতি পাঁচ বছর পর পর উপজেলা নির্বাহী অফিসার হতে প্রাপ্ত ইউনিয়ন পরিষদের করধার্য তালিকা অনুমোদন ক্রমে ইউনিয়ন পরিষদেপ্রেরণ করা হয়ে থাকে।

 

০৫।

ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদন।

উপজেলা নির্বাহী অফিসারগণ হতে প্রাপ্ত ইউনিয়ন পরিষদের আর্থিক বছরের বাজেট অনুমোদন ক্রমে প্রেরণ করা হয়ে থাকে।

 

০৬।

নতুন উপজেলা / ইউনিয়ন সৃষ্টি সংক্রান্ত।

জনগণের চাহিদার ভিওিতে প্রসত্মাব পাওয়া গেলে অনুমোদনের জন্য

মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়ে থাকে।

 

০৭।

চৌকিদার -দফাদারদের পোষাক সরবরাহ সংক্রান্ত।

প্রতি আর্থিক বছরে অর্থ বরাদ্দের সাপেক্ষে সরবরাহ করা হয়ে থাকে।

 

০৮।

হাট-বাজার ইজারা প্রদান সংক্রান্ত।

আমত্মঃ উপজেলা বাজার / ফেরীঘাট বছর ভিওিক ইজারা প্রদান করা হয়ে থাকে।

 

০৯।

যৌতুক / বাল্য বিবাহ / জন্ম -নিবন্ধন /স্যানিটেশন

কার্য সম্পাদন।

সরকার কর্তৃক জারীকৃত পরিপত্রের আলোকে যথাসময়ে কার্য সম্পাদন

করা হয়ে থাকে।

                                                         

১০।

ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ।

ইউনিয়ন পরিষদ হতে প্রসত্মাব পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার

গণের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের সুপারিশক্রমে প্রশাসনিক

অনুমোদনের জন্য যথাসময়ে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়ে থাকে।

 

১১।

ইউপি চেয়ারম্যান / সদস্য / সচিবগণের প্রশিক্ষণ

প্রসঙ্গে।

সময়ে সময়ে প্রাপ্ত পত্রের ভিওিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

 

 

১২।

দরপত্র বিক্রয় এবং দাখিলের প্রতিবেদন ।

বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত দরপত্র বিক্রয় এবং অত্র কার্যালয়ে রক্ষিত

দরপত্র বাক্সে প্রাপ্ত দরপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ করা হয়।

 

 


Current Project

 এল জি এস পি-২ প্রকল্প সমূহ।

০১। ইউনিয়ন পরিষদে এলজিএসপি প্রকর্পৈর আওতায় বিভিন্ন কাজ করা হয়। এ জেলার ডিস্ট্রিক্ট ফেসিলেটেটর বরাদ্দকৃত  টাকার প্রকল্পসমূহ  মনিটরিং করে থাকেন।

প্রকল্পের মধ্যে রয়েছে। ক) আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপন

খ) কালভার্ট তৈরী করা

গ) দুঃস্থ মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা

ঘ) পুরাতন স্কুল মেরামত করা

ঙ) রাস্তা তৈরী ও মেরামত করা

শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া এবং ইউনিয়ন পরিৰষদের নিজস্ব কাজ ছাড়া সব ধরণের কাজ এল জি এস পি-২ প্রকল্প করে থাকে।


Duties

১। ইউনিয়ন পরিষদের বেতন ভাতাদি সংক্রান্ত

২। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ।

৩। ইউনিয়ন পরিষদ সচিবদের বিরুদ্ধে অভিযোগ

৪। ইউনিয়ন পরিষদের বাজেট সংক্রান্ত

৫। ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত

৬। উপজেলা পরিষদের নির্বাচন

৭। পৌরসভা নির্বাচন

৭। চৌকিদার ও মহলালাদারদের বেতনভাতা প্রদান।

৮। গ্রাম পুলিশদের বেতনভাতা প্রদান

৯। চৌকিদার ও মহলালাদারদের পোশাক পরিচ্ছদ/জুতা/সোয়েটার প্রদান

১০। বিভিন্ন কার্যালয়ের দরপত্র বিক্রয় ও টেন্ডার ড্রপিং

১১। ইউপির ওয়ার্ড বিভক্তি করণ সংক্রান্ত

১২। বিভিন্ন নিলাম সংক্রান্ত

১৩। অনলাইন জন্ম নিবন্ধন সংক্রান্ত

১৪। নির্বাচন/চেয়ারম্যানদের বিরুদ্ধে বিভিন্ন রীট সংক্রান্ত

১৫। ইউপি সদস্যদের শপথ গ্রহণ সংক্রান্ত


Contact
কক্ষ নং-২২২ফোন-০৮৪১৬৩০২৮
Acting Officer