জেলা প্রশাসকের কার্যালয়,চাঁদপুর
কক্ষ নং-305
কার্যক্রমঃ সরকারী বেসরকারী পাওনা আদায় মামলা এবং স্ট্যাম অবমূল্যায়ন মামলা কার্যক্রম পরিচালনা করা হয়।
০১ । সরকারী পাওনা আদায়ের নিমিত্তে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রাখার উদ্দেশ্যে এ শাখার
কার্যক্রম সরকারী দাবী আদায় আইন ১৯১৩ (১৯১৩ সনের ব্যাঙ্গল এ্যাক্ট নং-৩) দ্বারা পরিচালিত হয়ে থাকে।
০২ । সেবা গ্রহিতাঃ-
বিভিন্ন প্রত্যাশী সংস্থা
০৩ । সরকারী পাওনা বলতে নিম্নোক্ত পাওনা সমূহকে বুঝায়ঃ-
(ক) আবগারী কর
(খ) রেজিষ্ট্রেশন ফিস
(গ) জরিমানা
(ঘ) প্রবেটের উপর র্কোট ফি
(ঙ) আয়কর
(চ) প্রমোদ কর
(ছ) বন আইন মোতাবেক সরকারী পাওনা অর্থ
(জ) জরিপ আইন অনুসারে জরিমানা
(ঝ) পৌর কর
(ঞ) খেলাপী ঋণ
(ট) বকেয়া বিদ্যুৎ বিল
(ঠ) যে সকল পাওনা অন্য কোন আইনে সরকারী পাওনা আদায় আইন ১৯১৩ এর আওতায় আদায় যোগ্য
বলে ঘোষনা করা হয়ে থাকে।
০৪ । সার্টিফিকেট মামলার বিপরীতে নগদ অর্থ সার্টিফিকেট আদালত কর্তৃক গ্রহণ করা হয়না।
০৫ । সার্টিফিকেট মামলায় ইস্যুকৃত প্রসেস সমূহ সংশ্লিষ্ট নির্বাহী অফিস এবং নেজারত শাখার জারীকারকের
মাধ্যমে জারী করা হয়ে থাকে।
০৬ । খাতকগণের নামীয় গ্রেফতারী পরওয়ানা সমূহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্তৃক তামিল করা হয়ে থাকে।
০৭ । জরুরী যোগাযোগঃ-
জেনারেল সার্টিফিকেট অফিসার এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
বর্তমানে সর্টিফিকেট শাখায় কোন প্রকল্প নাই ।
১। ১৯১৩ শনের পিডিআর অ্যাক্টের বিধান মতে সার্টিফেকেট মামলা পরিচালনা ও নিষ্পত্তি করন ।
২। স্ট্যাম্প অবমূল্যায়ন মামলা পরিচালনা ও নিষ্পত্তি করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS