Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ই‌লিশ সা‌হিত্য নি‌য়ে ‌জেলা ব্র‍্যান্ডিং এর এক ভিন্নধর্মী প্লাটফর্ম সৃ‌ষ্টি কর‌লেন চাঁদপুর জেলা প্রশাসন।
Details

ই‌লিশ হাজার বছ‌রের বাঙা‌লি সংস্কৃ‌তির এক অপ‌রিহার্য অনুষঙ্গ। ই‌লি‌শের বা‌ড়ি চাঁদপু‌রের সকল মানু‌ষের সা‌থে ই‌লি‌শের সম্পর্ক, যোগা‌যোগ ও ভা‌লোবাসা তাই পু‌রোটাই আ‌ত্মিক। চাঁদপুরবাসী আবহমান কাল ধ‌রে নিখাদ নিজস্বতায় তা‌দের প্রাত্য‌হিকতা কিংবা সকল গৌরব গাঁথায় এ ভা‌লোবাসা ধারণ, লালন ও প্রকাশ ক‌রে আস‌ছে।
ই‌লিশ বর্তমা‌নে ব্র‍্যান্ডিং এর ব‌দৌল‌তে শুধু আহার ও আহর‌ণে সীমাবদ্ধ না থে‌কে হ‌য়ে উ‌ঠে‌ছে সা‌হি‌ত্যের এক অমূল্য ও শ‌ক্তিশালী উপাদান। জেলা ব্র‍্যান্ডিংকে অনন্য উচ্চতায় পৌঁ‌ছে দি‌তে ই‌লিশও যে সা‌হি‌ত্যের আলাদা শাখা হ‌তে পা‌রে তার প্রমাণ ও সু‌যোগ তৈ‌রি ক‌রে দি‌য়ে‌ছে চাঁদপুর জেলা প্রশাসন। আর এ ভিন্নধর্মী ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত মাথায় রে‌খে চাঁদপুর জেলা প্রশাস‌ক জনাব মো: আব্দুস সবুর মন্ডল, পিএএ এর পৃষ্ঠ‌পোষকতা এবং অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই‌সি‌টি) এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সম্পাদনায় অমর একু‌শে গ্রন্থ‌মেলা ২০১৮ তে আস‌ছে "ক‌ল্পে গ‌ল্পে ই‌লিশ" নামক এক দুর্লভ ও শ‌ক্তিশালী ই‌লিশ সা‌হিত্য সংকলন। ই‌লিশ নি‌য়ে বি‌চ্ছিন্ন সা‌হিত্যকর্ম‌কে পূর্ণতা দা‌নের জন্য সৃষ্ট এ নতুন মঞ্চ বা প্রপঞ্চ নিঃস‌ন্দে‌হে জেলা ব্র‍্যান্ডিংকে অনন্য উচ্চতায় ‌নি‌য়ে যাওয়ার পাশাপা‌শি "ই‌লিশ সা‌হিত্য" না‌মে নতুন দিগ‌ন্তের সূচনা কর‌বে।

Image
Publish Date
13/02/2018
Archieve Date
31/05/2018