১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর শহরের পশ্চিম প্রান্তে মেঘনা ডাকাতিয়া নদীর মোহনায় পুরাণবাজার এবং
বড় স্টেশনে পাকিস্তানি হানাদার বাহিনী কয়েকটি নির্যাতন কেন্দ্র (টর্চার সেল) স্থাপন করে। নৌকা-লঞ্চ-স্টিমার ও রেলগাড়িসহ বিভিন্ন যানবাহনে যারা চাঁদপুরে পৌঁছাতো, সন্দেহ হলে তাদেরকে এবং জেলার বিভিন্ন স্থান থেকে
স্বাধীনতার পক্ষের লোকজন ও নারীদের এই টর্চার সেলে নিয়ে এসে অমানুষিক নির্যাতন করে হাত-পা বেঁধে জীবন্ত,
অর্ধমৃত অথবা হত্যা করে মেঘনা ও ডাকাতিয়া নদীর খর স্রোতে ফেলে দিতো। হানাদার বাহিনীর এদেশীয় দোসররা এ
হত্যাযজ্ঞে সহযোগিতা করতো। পাক হানাদার বাহিনীর বর্বরতার শিকার শহীদের স্মরণে ২০১১ সালে মোলহেডের
সন্নিকটে নির্মিত হয় স্মৃতিসৌধ ‘রক্তধারা’। এ স্মৃতিসৌধটি উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
A Tourist can go to Molehead by Rickshaw, Auto rickshaw; or his/her own transport from the main hub of the city ' Shapoth Chattor'. The distance from Shapoth Chattor to Molehead is 1/1.5 Kms and from Bus Stand to Molehead is around 2 Kms.
চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্বর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্বর থেকে এর দূরত্ব মাত্র ১/১.৫ কিলোমিটার। বাস স্ট্যান্ড থেকে প্রায় ২ কি:মি:।
Raktodhara
In 1971, during the great war of Independence, the Pakistan army of invasion set few torture cells at western end of the meeting point of the Meghna and the Dakatia at Puranbazar and at baro rail station molehead. They used to capture the persons, whom they doubted to be dangerous for them, from boat,
launch, steamer and trains as well as the people from different places, who supported war of liberation and took them to the torture-cells, they would kill them or keep them half-killed or fastening their feet and hands threw them alive into the river Dakatia. The local collaborators of the Pakistani army would
help them in this killing. In the year 2011, a monument near molehead was built in reminiscence of the mournful memories of the martyrs which was named ‘Raktodhara’.This mausoleum was inaugurated by Sheikh Hasina, the Prime Minister of the country at present.
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS